প্রতিষ্ঠান প্রধানের বাণী

প্রতিষ্ঠান প্রধানের বাণী

মানিক হার দ্বি-মুখী দাখিল মাদ্রাসাটি ০১/০১/১৯৭৫ খ্রি. তৎকালীন এলাকার মানুষের প্রচেষ্টায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠিত হয়। ০১/০৭/১৯৭৮ খ্রি. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি লাভ করে ০১/০৯/১৯৮৫ খ্রি. এমপিও ভূক্ত হয়। ২০১৭ খ্রি. হতে মাদ্রাসা মসজিদে হিফজুল কুরআন বিভাগ চালু আছে। অদ্যাবধি প্রতিষ্ঠানটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে আত্মনির্ভরশীল দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠনে ব্রত আছে। সম্মানিত দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক মন্ডলীর আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের স্বতস্ফ‚র্ত সাড়া এবং এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় তথা বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি  প্রাণবন্ত হয়ে উঠেছে। শিক্ষিত দক্ষ জনসম্পদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ এবং ধর্ম  ও নৈতিক উভয় মুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া সময়ের দাবী বলে আমরা মনে করি। হে কাবার মালিক তুমি আমাদের এ প্রচেষ্টাকে কবুল কর! আমিন।